নারকীয় ধর্ষণের পর খুনের চেষ্টা বাংলাদেশী অভিনেত্রীকে। গ্রেফতার ৪। এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 9 Second

নারী নিরাপত্তা শব্দটির পাশে বরাবরই একটি প্রশ্নচিহ্ন থেকে গেছে বাংলাদেশে। কিন্তু সম্প্রতি সামনে এসেছে একটি মারাত্মক ঘটনা, যা নিয়ে কার্যতই শোরগোল পড়ে গেছে সেদেশে। তাঁকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ এনেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। এদিন স্যোশাল মিডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে প্রাণ ভিক্ষা চাইতে দেখা যায় তাঁকে। সম্প্রতি পরিমণি অভিযোগ আনেন যে তাঁকে বীভৎসভাবে ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয়েছে। এমনকি তিনি মুখ খুললে প্রাণে মেরে ফেলা হবে এমন হুমকিও দেওয়া হয় তাঁকে। সোমবার অগত্যা বাংলাদেশের সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। কিন্তু আশ্চর্যজনক ভাবে পুলিশের কোনো সাহায্যই পাননি তিনি। অবশেষে আর উপায় না দেখে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই খোলা চিঠি লিখতে বাধ্য হন তিনি। সেই স্যোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন,’আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাঁচতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’

তিনি আরও জানান, ‘ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে ৪দিন আগে ঢাকার বোট ক্লাবে। এই ক্লাবের একজন পরিচালক নাসির ইউ মাহমুদ। তিনি উত্তরা ক্লাবের প্রেসিডেন্টও ছিলেন। বেশ ক’দিন ধরেই এই মিটিংয়ের কথা চলছিল। কিন্তু আমি আগ্রহ পাচ্ছিলাম না। ওর অনুরোধেই শেষ পর্যন্ত ওই দিন রাতে মিটিং করতে যাই। যাওয়ার পর যা ঘটেছে সেটা আর বলে বোঝাতে পারব না।’ পরিমনির অভিযোগ, তাঁর ওপর নারকীয় অত্যাচার চালিয়েছেন নাসির ইউ মাহমুদ নামের এক ব্যক্তি। যিনি বাংলাদেশের পুলিশের আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচয় দিয়েছিলেন নিজেকে। তাঁর এই পোস্টের পরই নড়েচড়ে বসে সেদেশের প্রশাসন। অবশেষে মঙ্গলবার বিকেল নাগাদ গ্রেফতার করা হয় এই ঘটনায় মূল অভিযুক্ত নাসিত ইউ মাহমুদ এবং তাঁর তিন সঙ্গীকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেদেশের চলচ্চিত্র জগতে। পুরো ঘটনাটিতেই অবশ্য পরিমনির পাশে এসে দাঁড়িয়েছেন অভিনেত্রী জয়া এহেসান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আলিপুর চিড়িয়াখানায় তৈরী হচ্ছে মিনি হাসপাতাল । এম ভারত নিউজ

আলিপুর চিড়িয়াখানার মধ্যেই এবার তৈরি হবে পশুদের জন্য হাসপাতাল। এমনকি আধুনিকীকরণ করা হবে গোটা চিড়িয়াখানাতেই। সোমবার চিড়িয়াখানা পরিদর্শনের পর এমনটাই ঘোষণা করলেন বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর মাত্র কয়েকটা মাস পরই শীতকাল। কচিকাঁচা থেকে শুরু করে বড়,সব্বার ভিড উপচে পড়বে চিড়িয়াখানায়। করোনা আবহে এই মুহুর্তে বন্ধ রাখলেও তাই শীতকালের মধ্যেই […]

Subscribe US Now

error: Content Protected