Read Time:1 Minute, 7 Second

কোভিড 19-এ আক্রান্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। রবিবার সন্ধ্যায় নিজেই টুইট করে একথা জানান তিনি। তবে টুইটে শক্তিকান্ত জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাঁর শারীরিক অবস্থা ঠিক রয়েছে। তাঁর আশ্বাস রিজার্ভ ব্যাঙ্কের কাজ স্বাভাবিক গতিতেই চলবে। তিনি কোভিড মুক্ত না হওয়া পর্যন্ত বাড়ি থেকেই কাজ করবেন। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এবং অন্য আধিকারিকদের সঙ্গে তিনি ভিডিয়ো কনফারেন্সিং এবং ফোনের মাধ্যমে যোগাযোগ রাখবেন বলেও জানিয়েছেন শক্তিকান্ত। পাশাপাশি তিনি লিখেছেন, ‘গত কয়েক দিনে যাঁদের কাছাকাছি এসেছি, তাঁদের জানিয়ে দিয়েছি।”
