হাওড়ার উলুবেড়িয়ায় বঙ্গধ্বনি যাত্রাকরল তৃণমূল। মঙ্গলবার গ্রামীন হাওড়ার আয়োজনে উলুবেড়িয়া ষ্টেশন থেকে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয় পযর্ন্ত পদযাত্রা করল উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রসঙ্গত বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের কাছে পৌঁছতে নানান রকম কর্মসূচি নিচ্ছে তৃণমূল। তারই একটি অঙ্গ
বঙ্গধ্বনি যাত্রা`। শহরের পাশাপাশি জেলাতেও প্রায় প্রতিদিনই এই কর্মসূচির আয়োজন করছে নেতা-কর্মীরা।

এদিনের এই পদযাত্রায় পা মেলান গ্রামীণ হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায়। ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সুকান্ত পাল, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলি,সেখ বান্টি সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে তৃণমূলের দাবি, “আসন্ন ২০২১ সালের নির্বাচনে বিজেপির বাংলা দখলকে ব্যর্থ করতে তৃণমূলের সমর্থনে দশ হাজার মানুষের পদযাত্রায় অংশ নিয়েছে”।