Read Time:1 Minute, 12 Second
দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। উত্তেজনা পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকের চকগোপাল গ্রামে। বিজেপির অভিযোগ, বুধবার গ্রামের মধ্যে কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিল। সেইসময় তৃণমূল কর্মীরা তাদের গালিগালাজ করতে থাকে। পরে তাদের ওপর চড়াও হয়ে কর্মীদের মারধর করে বলে অভিযোগ। গাড়ি ও বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। ঘটনায় আহত হয় বিজেপির দুই কর্মী। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির কয়েকজন দুষ্কৃতী অতর্কিত ভাবে তাদের কর্মী সমর্থকদের বাড়িতে এসে হামলা চালায়। ঘটনায় পক্ষের আহত ছয়জন। আহতদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
