নিজস্ব সংবাদদাতা, হাওড়া : নিজের বিধানসভা কেন্দ্রেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাল তৃণমূল। রবিবার আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে একটি মিছিলের আয়োজন করে ডোমজুড় বিধানসভা ৩ নং মণ্ডল বিজেপি। সেইমত এদিন সকালে মিছিলের নেতৃত্বে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। অভিযোগ মিছিল শুরুর আগেই দুর্গাপুর অভয়নগরে রাজীবকে উদ্দেশ্য করে মীরজাফর লেখা কালো পতাকা দেখায় তৃণমূল। পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। স্লোগান পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি মোকাবিলায় আসরে নামে ডোমজুড় থানার পুলিশ।

কিন্তু বিষয়টিকে গুরুত্ব না দিয়ে গান্ধিগিরি দেখান রাজীব বন্দ্যোপাধ্যায়। উল্টে হাত নেড়ে মিছিল এগিয়ে নিয়ে যান তিনি। মিছিল শেষে পথসভাও করলেন। সেখানেই তৃণমূলকে বিঁধলেন রাজীব। বলেন, আমাকে কালো পতাকা দেখিয়ে কোনো লাভ যে হবে না সেটা বুঝে গেছে তৃণমূল। সেই হতাশা থেকে তৃণমূল এমন করছে। এটা ওদের সংস্কৃতি। আগামী দিনে ডোমজুড়ের জনগণ ঠিক করবে আমার সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কটা কতটা নিবিড়।
উল্লেখ্য, রবিবারের এই কর্মসূচিকে ঘিরে শনিবার থেকেই চাপা উত্তেজনা ছিল এলাকায়। বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় লাগানো হয়েছিল পোস্টার তাতে কোথাও তাঁকে ‘মীরজাফর’, কোথাও আবার ‘গদ্দার’ বলে উল্লেখ করা