ভক্তদের জন্য সুখবর খুলে গেল পুরীর মন্দির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 33 Second

দীর্ঘ প্রতীক্ষার অবসান । অবশেষে ভক্তদের জন্য খুলে দেওয়া হল পুরীর জগন্নাথ দেবের মন্দির। জানা যাচ্ছে, আজ থেকেই মন্দিরে প্রবেশ করতে পারবেন সাধারন দর্শনার্থীরা। করোনাকালীন কঠিন পরিস্থিতির জেরে সংক্রমণ রুখতে, সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করা হয়েছিল মন্দিরে। মূলত বর্তমানে দেশে করোনা সংক্রমনের হার বেশ কিছুটা নিম্নগামী । আর এই পরিস্থিতিতে গত ১২ ই আগস্ট মন্দিরের পূজারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। করোনাকালীন কঠিন পরিস্থিতির কারণে এবার রথ যাত্রায় অংশগ্রহণ করতে পারেনি সাধারন মানুষ। তাই এবার সাধারন মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের জন্য খুলে দেওয়া হল চার ধামের এক ধাম। জানা যাচ্ছে, আজ থেকেই নির্দিষ্ট নিয়ম এবং করোনা বিধি মেনে মন্দিরে প্রবেশ করতে পারবেন সাধারন মানুষ।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার থেকে শুক্রবার, প্রতিদিনই খোলা থাকবে মন্দিরের দরজা।সকাল সাতটা থেকে শুরু করে রাত্রি আটটা অবধি খোলা থাকবে মন্দিরের মূল ফটক। করোনার কারণে, সরকারি নিষেধাজ্ঞা অনুসারে প্রতি সপ্তাহে শনি রবিবার কারফিউ মেনে বন্ধ রাখা হবে মন্দির প্রাঙ্গণ।করোনা কালীন কঠিন পরিস্থিতিতে মন্দিরের দরজা খুলে দিলেও, বেশকিছু নিষেধাজ্ঞা রাখা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে । জানা যাচ্ছে, মন্দিরে প্রবেশের ক্ষেত্রে দুটি টিকা গ্রহণের শংসাপত্র অথবা ৯৬ ঘণ্টার মধ্যে করা আরটিপিসিআর টেস্টের রিপোর্ট দেখাতে হবে কর্তৃপক্ষকে। তবেই পাওয়া যাবে মন্দিরে প্রবেশের অনুমতি। যদিও সবমিলিয়ে মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি দর্শনার্থীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আইনের অপব্যবহারের অভিযোগ , জেলাশাসকের দ্বারস্থ পুরুষ সংগঠন । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, বীরভূম:আইনের অপব্যবহারের অভিযোগে বীরভূমে জেলাশাসকের দ্বারস্থ হলেন পুরুষ কল্যাণ পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট সংগঠনের সদস্যরা। আইনের চোখ বাঁধা ,বা আইন সকলের জন্যই সমান, এমন বক্তব্য আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। তবে তার বাস্তবায়ন ঠিক কতটা সে বিষয়ে প্রশ্ন তুললেন এই সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি যে কোনও সামান্য ঘটনার পরিপ্রেক্ষিতেও […]
News_937

Subscribe US Now

error: Content Protected