0
0
Read Time:1 Minute, 26 Second
২১ অগাস্ট নিজের ৩৪ তম জন্মদিন সেলিব্রেট করেন জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, সামাজিক দূরত্ব এবং সুরক্ষা বিধির কোনরকম তোয়াক্কা না করেই করোনার মাঝে জনসমাগম ঘটিয়ে এই বার্থ ডে পার্টির সেলিব্রেশন হয় । যেখানে নাকি হাজির ছিলেন ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটারও । এই পার্টির ছবি ও ভিডিও দেখে সকলেরই চিন্তায় মাথায় হাত । করোনা পরিস্থিতিতে কেন এরম ভাবে পার্টি করা হল । সেই চিন্তাই সত্যি হল, মারণ ভাইরাসে আক্রান্ত হলেন বোল্ট । শনিবারই কোভিড-১৯ পরীক্ষা করালে টেস্টের রিপোর্ট পজিটিভ য়াসে তাঁর । আপাতত সেল্ফ আইসোলেশনেই রয়েছেন তিনি । নিজের এই অসুস্থতার কথা নিজেই ভিডিও করে ভক্তদের জানিয়েছেন তিনি । বোল্টের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও কোভিড টেস্ট করা হচ্ছে বলেই জনা গেছে ।