স্বস্তিতে দেশের করোনা গ্রাফ, মোটের ওপর ভালো বাংলার পরিস্থিতিও । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 43 Second

একদিকে যখন ভ্যাকসিন তৈরির শেষ মুহূর্তের ট্রায়াল চালাচ্ছে গবেষণাগারগুলি। সেই সময় আশার আলো দেখাল ভারতের করোনা গ্রাফ। পরপর দু’দিন নতুন আক্রান্তের থেকে সামান্য হলেও বেশি হল করোনাজয়ীর সংখ্যা। তবে, রবিবারও দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ৪০ হাজারের বেশি।

রবিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮১০ জন, শনিবারের চেয়ে ৪৮৮ জন বেশি। সব মিলিয়ে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ লক্ষ ৯২ হাজার ৯১৯। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৩ হাজার ৯৫৬। পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩৬ হাজার ৬৯৬ জন। এর মধ্যে রাজধানীতেই গত ২৪ ঘণ্টায় ৮৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৮৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৯৮ জন। যা আগের থেকে কিছুটা হলেও বেশি।

তবে গত তিনদিন ধরে কিছুটা স্বস্তি দিচ্ছে রাজ্যের করোনা গ্রাফও। ২৪ ঘণ্টায় বাংলায় সামান্য হলেও ফের কমল সংক্রমণ। তবে বাড়ল দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায়
পশ্চিমবঙ্গে ৫২ জন প্রাণ হারিয়েছেন। তবে বেড়েছে সুস্থতার হার। বর্তমানে রাজ্যের সুস্থতার হার ৯৩.১২ শতাংশ।

তবে বাংলার সার্বিক গ্রাফ খানিকটা স্বস্তি দিলেও কলকাতায় করোনা সংক্রমণ যেন রোখা যাচ্ছে না। ক্রমেই ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা। তিলোত্তমায় একদিনে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯০ জন। ঠিক তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লক্ষ্য একুশের নির্বাচন, জেলা সফরে মমতার ঠাসা কর্মসূচি । এম ভারত নিউজ

পাখির চোখ একুশের নির্বাচন। নভেম্বরের প্রথম দিকে রাজ্য সফরে এসে আগেই বাংলা দখলের ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইমত দফায় দফায় বৈঠকের পর জেলা সফরে নেমেছে বিজেপি। জনসভা থেকে জনসংযোগ সবতেই রয়েছে বিজেপি। পিছিয়ে নেই শাসকদল তৃণমূল। নিজেদের মাটি ধরে রাখতে মরিয়া তারাও। তাইতো শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর সেই […]

Subscribe US Now

error: Content Protected