Read Time:1 Minute, 2 Second
ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ৪ জনের, হরিদ্বারে ট্রায়াল রান চলাকালীন ঘটে এই ঘটনা। করোনা পরিস্থিতির জের কাটিয়ে উঠে কিছুটা স্বাভাবিকতা ফেরাতেই ট্রেনের ট্রায়াল রান শুরু করা হয়।

হরিদ্বার থেকে লস্কর পর্যন্ত চলছিল এই ট্রায়াল রান । দুর্ঘটনার সময় ট্রেনের গতি ছিল ১০০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনের আওয়াজ শুনেও সরে যাওয়ার মতো সময় পাননি তারা কেউই । সাধারণ মানুষের জীবনে সমস্যা কমাতে শুরু হয় এই ট্রায়াল , তার শুরুতেই ঘটে গেল এত বড় বিপত্তি । এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী ত্রিবেণ্দ্র সিংহ রাওয়াত।