উৎসবের আবহে বাড়তে পারে সংক্রমণ। এই আশঙ্কায় আগে থেকেই অ্যাম্বুল্যান্স এবং হাসপাতালের বেডের পর্যাপ্ত বন্দোবস্ত রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি সকলে মাস্ক পরছেন কিনা সেদিকে পুলিশ এবং জেলা প্রশাসনিক আধিকারিকদের নজর রাখার নির্দেশও দিয়েছেন তিনি। যদিও এদিন কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, পুজো প্যাণ্ডেলের ৫ থেকে ১০ মিটারের মধ্যে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ। সোমবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠকে পুজোর আগে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েই আলোচনা হয়। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, ডিজি, কলকাতা, হাওড়ার পুলিশ কমিশনার। এছাড়াও ছিলেন কলকাতা ও হাওড়া কর্পোরেশনের কমিশনার, বিপর্যয় মোকাবিলা এবং অন্যান্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী না থাকলেও প্রোটোকল মেনে পুজোর আগে সব ব্যবস্থা খতিয়ে দেখে তা পালন করার নির্দেশ দিয়েছেন তিনি। ওই বৈঠকে পুজোর আগে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হয়। এছাড়াও বাংলার আইনশৃঙ্খলা, পুজো পরিচালনা এবং বিসর্জন সম্পর্কে বিস্তারিত কথাবার্তা হয়।
উৎসবের আবহে পর্যাপ্ত বন্দোবস্ত মমতার। এম ভারত নিউজ
Read Time:1 Minute, 54 Second