ইসরায়েলে রকেট হামলা, নিহত এক ভারতীয় মহিলা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 18 Second

অব্যাহত ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত, নিহত হলেন ভারতের কেরলের এক বাসিন্দা। ইসরাইলের আসকেলন অঞ্চলে,একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন তিনি। মৃত ওই মহিলার নাম সৌমা। ইদুক্কি জেলার কেরিথডু অঞ্চলের বাসিন্দা, সৌমা, গত সাত বছর ধরে ইসরাইলে গৃহ পরিচারিকার কাজ করতেন এবং সেই উদ্দেশ্যেই দীর্ঘদিন যাবৎ ওখানেই বসবাস তাঁর। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে, ইসরাইল এবং প্যালেস্টাইনের মধ্যে রকেট হামলায়, সৌমা যে গৃহে পরিচারিকার কাজ করতেন,সেই বাড়ির ওপর একটি বিমান ভেঙে পড়ে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌমার।

ইতিমধ্যেই , এই ঘটনা প্রসঙ্গে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা বেলায় সৌমা তাঁর স্বামী সন্তোষের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন এবং সেই মুহূর্তেই হঠাৎ একটি বিকট শব্দ হওয়ার পরই লাইনটি কেটে যায়। তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি সৌমার সঙ্গে। যদিও এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইসরাইলে উপস্থিত ভারতীয় রাষ্ট্রদূত রণ মালকা। তিনি বলেন, ” ইজরায়েল রাজ্যের পক্ষ থেকে আমি নিহত সৌম্য সন্তোষের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। হামাসের এই সন্ত্রাসবাদী হামলায় প্রচুর নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। তাঁর ৯ বছরের সন্তান মাতৃহারা হওয়ায় আমি গভীরভাবে শোকাহত।” পাশাপাশি এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বর্তমানে কেরলের নবনির্বাচিত বিধায়ক, তথা জাতীয়তাবাদী কংগ্রেস নেতা মণি সি কপ্পান ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অক্সিজেন অপচয় রুখতে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের । এম ভারত নিউজ

অব্যাহত করোনা পরিস্থিতি। অক্সিজেনের অপচয় রুখতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর। বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতেই অক্সিজেন ব্যবহার নিয়ে সর্তকতা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে একটি নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেখানে বলা হয়েছে ,করোনা রোগীদের অক্সিজেন […]

Subscribe US Now

error: Content Protected