অন্ধ্রের এক মহিলার শরীরে পূর্বেই পাওয়া গেছে এই স্টেনের হদিশ। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ এ। সূত্রের খবর অনুসারে তারা সকলেই বিদেশ থেকে ফিরেছেন কিছুদিন আগেই। করোনা পরীক্ষা করাতে জানতে পাওয়া গেছে ,তাদের শরীরে নতুন স্টেনের আবির্ভাব ঘটেছে। এই স্টেন আগের থেকে অনেক বেশী শক্তিশালী। পুনেতে একজন, ব্যাঙ্গালোরে তিনজন এবং হায়দ্রাবাদের দুইজনের নমুনাতে নতুন স্টেনের হদিস পাওয়া গেছে। এই মুহূর্তে তাদেরকে সম্পূর্ণ আইসোলেটেড করে রাখা হয়েছে ,শুধু তাই নয় তাদের নিকট আত্মীয়দেরও করেনটাইন করা হয়েছে।

সূত্রের খবর অনুসারে স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিলেন ইতিমধ্যেই প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ ব্রিটেন থেকে ভারতবর্ষে চলে এসেছেন তাদের প্রত্যেকেরই কোভিড টেস্ট করানো হয়েছে এবং প্রায় ১১৪ জন এর রিপোর্ট পজেটিভ এসেছে। যদিও আগেই AIMS এর তরফ থেকে জানানো হয়েছিল প্রতিমাসেই প্রায় দুবার করে স্টেন চেঞ্জ করে এই ভাইরাস, এতে চিন্তার কিছুই নেই ।