সময়টা ২০০৩, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লংজাম্পে ববি জর্জের হাত ধরে প্রথমবার ব্রোঞ্জ পদক পেয়েছিল ভারত। দীর্ঘ ১৯ বছর পর আবার ২০২২ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক পাওয়ার আশায় বুক বাঁধতে চলেছে গোটা দেশ। ২০২০ সালে টোকিও অলিম্পিকে অ্যাথলেটিক্স বিভাগে প্রথমবারের জন্য নীরজ চোপড়ার হাত ধরে সোনার পদক এসেছিল ভারতে। আবার সেই নীরজ চোপড়াই স্বপ্ন দেখাচ্ছেন ভারতবর্ষকে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রোতে সরাসরি ফাইনালে পৌঁছতে গেলে জ্যাভলিন ছুঁড়তে হতো ৮৩.৫০ মিটার। যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের সবার প্রথম জ্যাভলিন ছুঁড়তে আসে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। প্রথম থ্রোতে ৮৮.৩৯ মিটার ছুঁড়ে ফাইনালে পৌঁছে যান তিনি। এছাড়াও ফাইনালে উঠেছেন রোহিত যাদবও। এরপরই দুই দশক বাদে পদক পাওয়ার আশায় স্বপ্ন দেখতে চালু করেছে গোটা ভারতবর্ষ। অন্যদিকে মেয়েদের জ্যাভলিন থ্রোয়ে ভারতের মেয়ে অন্নু রানী ৫৯.৬০ মিটার জ্যাভলিন ছুঁড়ে পৌঁছে গিয়েছে মেয়েদের জ্যাভলিন ফাইনালে। এখন দেখার ভারতের এই দুই ছেলে ও এক মেয়ের মধ্যে কে পূরণ করতে পারে ভারতবাসী স্বপ্ন।
১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্সে পদক পাওয়ার আশায় ভারতবাসী । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 52 Second