আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা তরুন গগৈ-এর অবস্থা অত্যন্ত সংক্রটজনক । ৮৬ বছরের এই নেতার অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ। ভর্তি রয়েছেন গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই মুহূর্তে সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় রয়েছেন তিনি । শররের বেশিরভাগ অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে । শ্বাসকষ্টের সমস্যার জন্য ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে তাঁকে । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এখন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখতে হয়েছে। শনিবার দুপুর থেকেই তাঁর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে । দেখা দেয় প্রবল শ্বাসকষ্টের সমস্যা । তারপরেই ইনভেসিভ ভেন্টিলেশনের ব্যবস্থা করেন চিকিৎসকরা । গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কথা জানতে পেরেই গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছোন রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুন গগৈ । সেই সময় তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় প্লাজমা থেরাপির প্রয়োগ করেছিলেন চিকিৎসকেরা । এই থেরাপিতে সাড়াও দিয়েছিলেন তিনি । তবে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে কংগ্রেস নেতার । কোভিড সারলেও করোনা পরবর্তী জটিলতার কারণে আবার ২ নভেম্বর তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয় । ভর্তির পর থেকেই নন-ইনভেসিভ ভেন্টিলেশন (NIV)-এ রাখা হয়েছিল তাঁকে । এই মুহূর্তে তাঁর পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেই জানিয়েছেন আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবাবু ।