হাতে গোনা চারদিনের মাথায় শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক ২০২১। আর তার আগেই বারংবার করোনার থাবায় সংক্রমিত হচ্ছেন অলিম্পিকের বিভিন্ন খেলোয়াড়, এবং সাপোর্টিং স্টাফেরা। জানা যাচ্ছে আজ ফের ৩ জনের করোনা পরীক্ষায় ইতিবাচক ফলাফল এসেছে । এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৮। ইতিমধ্যেই অলিম্পিকের পরিচালকদের তরফ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত ২ জন ক্রীড়াবিদ এবং একজন সাপোর্টিং স্ক্রু করোনা আক্রান্ত হয়েছেন। ঠিকাদার যিনি আক্রান্ত হয়েছেন তিনি সাইতামার বাসীন্দা।

অলিম্পিক ভিলেজের তরফ থেকে যদিও এখনও পর্যন্ত কোন করোনা আক্রান্ত ক্রীড়াবিদের বিশদ তথ্য প্রকাশ করা হয়নি। তবে সাউথ আফ্রিকার ফুটবল দলের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অলিম্পিকে আগত দলের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন সাউথ আফ্রিকার ফুটবল দলের দুই ব্যক্তি। ইতিমধ্যেই টোকিওতে পৌঁছচ্ছে ভারতের ক্রীড়াবিদদের প্রথম দলটি । জানা যাচ্ছে ইতিমধ্যেই সর্বোত্তম পৃথকীকরণের মাধ্যমে করোনা সংক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে বাকি ক্রীড়াবিদদের।