0
0
Read Time:1 Minute, 14 Second
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্বাধীনতা দিবসের নিজের অবসরের কথা ঘোষণা করলেন মহেন্দ্রা সিং ধোনি । টেস্ট ক্রিকেট থেকে ২০১৪ সালে অবসর নিয়েছিলেন ধোনি। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেও সরিয়ে নিলেন নিজেকে। আজ সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন ধোনি। ভিডিওতে নিজের খেলার কিছু পুরোনো মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে । ভিডিওটির নিচে লিখেছেন ‘আপনাদের এতদিনের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আজ সাড়ে ৭টা থেকে আমাকে রিটায়ার ধরে নেবেন’। মাহিই হলেন একমাত্র অধিনায়ক যাঁর ক্যাবিনেটে টি ২০ বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে।