টানা ৫০ দিন পর আজ থেকে ফের নবান্নে মুখ্যমন্ত্রী। এম ভারত নিউজ

admin

এসএসকেএম-এ চিকিৎসার জন্য গেলে সেখানেই তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়

0 0
Read Time:2 Minute, 23 Second

টানা ৫০ দিন পর আজ ফের নবান্নে পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে চোট থাকার কারণে এতদিন ঘরে বসেই দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এতদিন কালীঘাটের দলীয় কার্যালয় থেকেই সমস্ত কাজ সামলেছেন তিনি । এমনকি ঘরে বসেই দুর্গা পুজোর উদ্বোধন থেকে শুরু করে করেছেন চক্ষুদানও। অবশেষে কিছুটা সুস্থ হওয়ায় আজ ফের সকাল সাড়ে ১১ টা নাগাদ নবান্নে পৌঁছন তিনি। এতদিন পরে মুখ্যমন্ত্রীর উপস্থিতি থেকে শুরু করে তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই নবান্নকে কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছিল।

গত সেপ্টেম্বরেই বিদেশ সফরে স্পেন ও দুবাই গিয়েছিলেন মমতা। সেখান থেকে ফেরার পরই কার্যত ঘরবন্দি হয়ে পড়েন তিনি। বিদেশ সফর থেকে ফিরে হাঁটুর ব্যথা অনুভব করেন মমতা। এসএসকেএম-এ চিকিৎসার জন্য গেলে সেখানেই তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়। এর আগে ২৭ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভালে আসেন মুখ্যমন্ত্রী। আর তার পর আজ ফের নবান্নে। উল্লেখ্য, আগামী মাসেই মন্ত্রীসভার বৈঠক রয়েছে, সেই নিয়ে বিশেষ আলোচনার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, রাজ্যের বনমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, অতএব এই মুহূর্তে তাঁর জায়গায় কে দায়ত্ব সামলাবেন সেই নিয়েও আলোচনা হতে পারে বলেও ধারণা। পুজোর পর আজ থেকে ফের পুরোদমে কাজে যোগ দিলেন মুখ্যমন্ত্রী এমনটাই বলা যেতে পারে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভুল চিকিৎসার কবলে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী! কি হয়েছিল জানুন। এম ভারত নিউজ

বিশ্রাম থেকে উঠে সুস্থ হয়ে কালই ফের কাজে ফিরেছেন মমতা

Subscribe US Now

error: Content Protected