এভাবে ও ফিরে আসা যায়।এবার তা দেখিয়ে দিলেন।অনুষ্কা ভক্তদের জন্য নিয়ে সুখবর। শেষ অনুষ্কা শর্মাকে পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। প্রযোজনার কাজ করলেও অভিনেত্রী অনুষ্কাকে আর পাননি দর্শক। প্রায় ৩ বছর পর পর্দায় দেখা যায়নি তাঁকে। অনুষ্কা এবার ৩ বছর পর পর্দায় কামব্যাক করছেন।
বলিউড সূত্র মারফত জানা যাচ্ছে, ৩টি বড় বাজেটের ছবি নিয়ে পর্দায় ফিরছেন বিরাট ঘরনী।২০২২ সাল থেকেই তিনটি ছবির শ্যুটিং শুরু হবে। দুটি ছবি বড় পর্দায় মুক্তি পাবে আর একটি ডিজিটাল প্ল্যাটফর্মে।এর মধ্যে ওটিটির ছবিটি ভারতীয় ওটিটি-র জগতে অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে।
দীর্ঘ দিন পর্দার বাইরে থাকার পর শক্তিশালী নায়িকা হিসেবে পর্দায় ফিরছেন বিরাট পত্নী। এবারের ছবিগুলিও খানিকটা আলাদাই হতে চলেছে।
অভিনয়ের পাশাপাশি সফল একজন প্রযোজকও অনুষ্কা। পাতাল লোক, বুলবুল, মাই, কালা-র মতো অনেক ছবিতে প্রযোজনা করছেন তিনি। নিজের প্রযোজনার তিনটি ছবিতে অভিনয়ও করেছেন।ফিল্লাউরি, এনএইচটেন ও পরীতে দেখা গিয়েছে তাঁকে।
এভাবেও ফিরে আসা যায়, প্রমান করলেন অনুষ্কা শর্মা । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 37 Second