আসতে চলেছে পুষ্পা: দ্য রুল অর্থাৎ পুষ্পার সেকন্ড পার্ট। দুর্দান্ত সাফল্য পেয়েছিল পুষ্পাঃ দ্য রাইস ছবিটি। বক্স অফিসে ব্যাবসা করেছিল কোটি কোটি টাকার। এবার আল্লু অর্জুনের ভক্তদের জন্য সুখবর। ২০২৪-এর প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পুষ্পার দ্বিতীয় সিজনটি।
সূত্রের খবর, আল্লু অর্জুন এবং সুকুমার ব্যান্দ্রেদি বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন ছবিটির জন্য এবং তাতে ছবির নির্মাতারা রাজিও হয়েছেন । পুষ্পা ২ এর আনুমানিক বাজেট ধার্য করা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। শুধুমাত্র আল্লু অর্জুনই পারিশ্রমিক হিসাবে চেয়েছেন ১০০ কোটি টাকা। এখনও অব্দি অন্য কোনো ছবির জন্য তিনি এত টাকা পারিশ্রমিক নেননি। এই বারেও আল্লু অর্জুনের বিপরীতে থাকছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। ফাহাদ ফাসিলকেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাদের সাথে। এ বছর ডিসেম্বরে ব্যাংককের ডেন্স ফরেস্টে শুরু হতে চলেছে ছবির প্রথম শ্য়ুটিং। পুষ্পা ২-এর সিকোয়েল আগের বারের থেকেও আরও অনেক বেশি সুন্দর হতে চলেছে বলে জানিয়েছেন ছবির পরিচালক সুকুমার। পুরো ছবি জুরে থাকছে ভরপুর অ্যাকশন এবং এন্টারটেইনমেন্ট। শ্যুটিং ঠিকমত চললে ২০২৪-এর মার্চ কিংবা এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবির শ্যুটিং শুরু হলে এ বিষয়ে আরও নানা তথ্য জানা যাবে বলে আশা করা যাচ্ছে।