করোনার থাবা পরল পরিবারের বিখ্যাত অভিনেত্রী আলিয়া ভাটের শরীরে। বলিউডে ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে। অনেকেই আক্রান্ত হয়েছেন করোনায়। এবার সেই তালিকায় নাম লেখালেন আলিয়া ভাট। কিছুদিন আগে আক্রান্ত হয়েছিলেন রানবির কাপুর, ইতিমধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। সেই খবর পুরনো হতে না হতেই অসুস্থ হলেন রণবীরের প্রেমিকা আলিয়া। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ইনস্টাগ্রাম স্টোরিতে কভিড-১৯ পজিটিভ হওয়ার খবর জানান আলিয়াও। তিনি লেখেন,ইতিমধ্যেই নিজেকে আইসোলেট করে ফেলেছেন তিনি এবং বাড়িতেই আইসোলেশনে থাকবেন। চিকিত্সকের পরামর্শ এবং ভারত সরকারের জারি সব কভিডবিধি মনে চলার কথাও জানান আলিয়া।৯ মার্চ রণবীরের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। অভিনেতার মা নীতু কপূর সে খবরটি নিশ্চিত করেছিলেন নেটমাধ্যমে। তার পরে ১৫ তারিখ পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীও একই রোগে আক্রান্ত হন। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির কাজ স্থগিত হয়ে যায়। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এপ্লয়িজের সেক্রেটারি অশোক দুবেকে আলিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সঞ্জয় লীলা বনশালি প্রযোজনা সংস্থার প্রোডাকশন হেড চেতন।এছাড়াও কিছুদিন আগেই মুক্তি পেয়েছে গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’-র টিজার। ছবিতে আলিয়ার লুক ও অভিনয়ের ঝলক দেখেই তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তাঁর অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির অন্যান্য সেলেবরা।
রনবিরের পর এবার করোনা আক্রান্ত আলিয়া । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 18 Second