ফের মৃত্যুশোক বলিউডে। অস্বাভাবিক মৃত্যু হল অভিনেতা আসিফ বাসরার। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ধর্মশালায় এক আবাসন থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে এক বিদেশি মহিলার সঙ্গে ওই অ্যাপার্টমেন্টে থাকতেন আসিফ।

বলিউডের অতি পরিচিত মুখ আসিফ বসরা। যব উই মেট, ওয়ান্স আপঅন এ টাইম ইন মুম্বই, এক ভিলেন, কৃশ ৩, কাই পো ছে’র মতো ছবিতে অভিনয় করেছেন আসিফ। সম্প্রতি আমাজন প্রাইমের ওয়েব সিরিজ পাতাল লোক এবং ডিজনি প্লাস হটস্টারের হস্টেজের দু নম্বর সিজনে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আসিফ। শুধু ভারতীয় ছবিই নয়, ওয়ান নাইট উইথ দ্য কিং, কুইকস্যান্ড অ্যান্ড আউট সোর্সডের মতো বেশ কিছু বিদেশি প্রোজেক্টেও অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন আসিফ বসরা। প্রাথমিক তদন্তে অনুমান, আত্মহত্যা করেছেন আসিফ।