করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

এবার করোনার থাবার শিকার হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। জানা যায় গতকাল রাত্রে বেদম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়, বিসিসিআই প্রেসিডেন্টের মাকে। জ্বরের পাশাপাশি তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল নিরুপা দেবীর। সেই সময় তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যাচ্ছে। বার্ধক্যজনিত কারণে ফুসফুসের সংক্রমণের সম্ভাবনা প্রবল । ওদিকে এখনও শ্বাসকষ্টের সমস্যা না কমায়, প্রতি ঘন্টায় ১ থেকে ২ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। জানা যাচ্ছে উডল্যান্ড হাসপাতালে ৩৩১ নম্বর কক্ষে ভর্তি রয়েছেন তিনি।

মরার উপর খাড়ার ঘা বোধহয় একেই বলে।বার্ধক্য জনিত সমস্যার পাশাপাশি, বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কোমর্বলিটি। পাশাপাশি, ডায়াবেটিস এবং নার্ভ সংক্রান্ত সমস্যা রয়েছে তাঁর। জানা যাচ্ছে, ইতিমধ্যেই উডল্যান্ড হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য ৪ জনের একটি ম্যাডিকেল বোর্ড গঠন করা হয়েছে। জানা যাচ্ছে এই ৪ জন চিকিৎসকের তত্ত্বাবধানে আপাতত চিকিৎসা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের। এই ৪ জন চিকিৎসকের মধ্যে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক সৌপ্তিক পাণ্ডা, পালমোনোলজিস্ট অঙ্কন বন্দ্যোপাধ্যায় এবং কার্ডিওলজিস্ট সরোজ মন্ডল, সপ্তর্ষি বসু।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অসমে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ২ । এম ভারত নিউজ

ভয়ানক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অসমে। রাজ্যের ১৭ টি জেলার অবস্থা আশঙ্কাজনক। অসমের দুটি জেলায় বন্যার কবলে পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। বারপেটা, বিশ্বনাথ, কামরূপ, চেরাং, জোড়হাট, লখিমপুর, মরিগাও, জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরোত্তর বাড়ছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর জানাচ্ছে বন্যার জলে ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক হাজার পরিবার। ৩ লক্ষ ৬৩ হাজারেরও বেশি […]

Subscribe US Now

error: Content Protected