Read Time:1 Minute, 15 Second

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পাটকাঠি বোঝাই লরিতে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের রাজারামপুর এলাকায়। শনিবার ভোর চারটে নাগাদ আগুন লাগে। চালক ও খালাসির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে যায়। প্রথমে তারাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দু’ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকলের প্রাথমিক অনুমান, পাটকাঠি বোঝাই লরির ওভারলোডেড থাকার ফলেই বিদ্যুতের তারে লেগেই এই অগ্নিকাণ্ড। ঘটনার জেরে প্রায় চার ঘণ্টা এলাকায় যানজটের সৃষ্টি হয়। নন্দকুমার থানার পুলিশ যানচলাচল স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।