
আসন্ন ভোটের আগে স্লোগান, পালটা স্লোগানে সরগরম রাজ্য রাজনীতি । একদিকে তৃণমূল বলছে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ আর আরেকদিকে বিজেপি বলছে ‘বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়’ । ভোটের ঘণ্টা বাজতেই আবার সক্রিয় প্রশান্ত কিশোর। শনিবার তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর একটি টুইটে দাবি করেন, ফের বঙ্গকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজ্যের মানুষ মসনদে দেখতে চান । এমনকি ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ লেখা একটি কার্ডও শেয়ার করেছেন তিনি।

অন্যদিকে রাজ্য বিজেপির এক ফেসবুক পোস্টে বিজেপির দাবি, ‘বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়’। সেই সঙ্গে রাজ্য বিজেপির কয়েকজন নেত্রীর ছবিও দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, ভারতী ঘোষ, অগ্নিমিত্রা পালের মতো পরিচিত মুখেরা। অন্যদিকে মমতার উদ্দেশ্যে মুকুলের কটাক্ষ মন্তব্য – ‘মমতার বাঁচার একটাই উপায় কংগ্রেসে যোগ দেওয়া’ । কারণ, ২০২১-এর ভোটে বিজেপির জয়লাভের পর তৃণমূল বিরোধী দল হিসেবেও টিকে থাকতে পারবেনা । অতএব অজথা দলকে বাঁচিয়ে রাখার দায়ে বয়ে নিয়ে চলার থেকে এখনই হাল ছেড়ে দেওয়া ভালো । এমনটাই বোঝাতে চেয়েছেন মুকুল বলেই ধারণা ।
