তিন আইপিএস-কে ডেপুটেশন দিল কেন্দ্র । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 34 Second

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার জেরে নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস আধিকারিককে ডেপুটেশনে পাঠাল কেন্দ্র। তিন আইপিএস অফিসারকে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। পাল্টা কেন্দ্রের নির্দেশ মানতে নারাজ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ওই তিন আধিকারিককে দায়িত্ব থেকে সরানো সম্ভব নয়।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পরপর তিনটি টুইট করেন। প্রথমে টুইটে তিনি লেখেন, ‘রাজ্যের আপত্তি সত্ত্বেও তিন দায়িত্বপ্রাপ্ত আইপিএস আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর নির্দেশ আসলে ক্ষমতার রাজনীতিকরণ এবং ১৯৫৪ সালের আইপিএস ক্যাডার নিয়মাবলীর প্রত্যক্ষ অপপ্রয়োগের ফল।’

দ্বিতীয় টুইটে মমতা বলেন, ‘এই পদক্ষেপ বিশেষ করে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে সরাসরি আঘাত। এই পদক্ষেপ অসাংবিধানিক এবং সম্পূর্ণ ভাবে অগ্রহণযোগ্য।’ তৃতীয় টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘সাম্রাজ্যবাদী ও অগণতান্ত্রিক শক্তির সামনে মাথা নত করবে না পশ্চিমবঙ্গ।’

এদিন দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তিন আইপিএস অফিসার রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী এবং ভোলানাথ পাণ্ডেকে রাজ্যের বাইরে বদলি করার নির্দেশ দেয়। এরআগে স্বরাষ্ট্র মন্ত্রক তিন অফিসারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল। কিন্তু রাজ্য সরকার তখন তাতে রাজি হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠির পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, রাজ্য সরকার ওই তিন অফিসারকে দিল্লিতে যেতে দিচ্ছে না। এরপরেই মুখ্যমন্ত্রীর সরকারি টুইটারে ওই কড়া প্রতিক্রিয়া মেলে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দল থেকে সম্পর্ক ছিন্ন করলেন শুভেন্দু । এম ভারত নিউজ

আগেই ছেড়েছেন হলদিয়া ডেভলপমেন্ট অথিরিটি, এইচআরবিসি–র চেয়ারম্যান পদ এমনকি মন্ত্রিত্বও। বুধবার ছেড়েছেন বিধায়ক পদ, এবার দলের সদস্য পদ থেকেও ইস্তফা দিলেন নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী। দীর্ঘ ২২ বছরের সম্পর্ক ছিন্ন করলেন তিনি। এদিন শুভেন্দু তাঁর ইস্তফাপত্র সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন। মমতাকে পাঠানো চিঠিতে শুভেন্দু লিখেছেন, তিনি রাজনৈতিক দল […]

Subscribe US Now

error: Content Protected