ফের বাংলায় আসলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। অণ্ডাল বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এখান থেকেই সড়কপথে তাঁর বর্ধমান শহরের দিকে রওনা দেবেন নাড্ডা৷ ঢাক বাজিয়ে তাঁকে স্বাগত জানায় রাহুল সিনহা । সেখান থেকে তিনি যাবেন জগদানন্দপুরে রাজ্য পুরাতাত্ত্বিক পরিষদের অধিকৃত রাধাগোবিন্দ মন্দিরের । তারপর বিজেপির কার্যালয়ে যাবেন নাড্ডা৷ মাসখানেক আগে ভার্চুয়াল পদ্ধতিতে এই কার্যালয়ের উদ্বোধন করেছিলেন তিনি নিজেই। এদিন সর্বমঙ্গলা মন্দিরে পুজোও দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নাড্ডাকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিজেপি নেতা-কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ বর্ধমান শহরে রোড শো করবেন বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা। কাটোয়ায় প্রকাশ্য সভায় বক্তব্য রাখবেন তিনি। ওইদিন একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। তাঁর সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়রা। কাটোয়াতেই এরপর দলের সভায় বক্তব্য রাখবেন নাড্ডা। আজ দুপুরে কাটোয়ার জগদানন্দপুরে মথুরা মন্ডল নামে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন নাড্ডা। সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছে।

ডায়মন্ড হারবারের নড্ডার ওপর যে হামলা হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে যথেষ্ট নজর দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান শহর কে নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হয়েছে। দায়িত্বে রয়েছেন একজন এসপি ও তার সাথে রয়েছেন চারজন অতিরিক্ত পুলিশ সুপার। সারাদিনের এই কর্মসূচি সেরে ফিরে যাবেন জেপি নড্ডা। কাটোয়ার জগনন্দপুরের বামচাদাই তলায় তৈরি করা হয়েছে হেলিপ্যাড। সেখানে থাকতে সিসিটিভির নজর। যদিও এ ব্যাপারে তৃণমূলের যুব সভাপতির দাবি রাজ্য বিজেপি তে মোকাবিলা করতে জেলা যুব তৃনমূলই যথেষ্ট।