করোনা মোকাবিলায় কয়েকমাস লকডাউনের পর দেশজুড়ে শুরু হয়েছে আনলক পর্ব। লাগামছাড়া সংক্রমণের মধ্যেই সাধারণ জীবনযাপনে ফেরার চেষ্টা করছে মানুষ। আর এর মধ্যেই সমস্যা ও দ্বন্দ্ব বাড়িয়েছে দুর্যোগ মোকাবিলা দফতরের নামে সাম্প্রতিক একটি বিবৃতি। তাতে জানানো হয়েছে, এ মাসের ২৫ তারিখ থেকে দেশজুড়ে ফের চালু হবে পুরোপুরি লকডাউন। ৪৬ দিন ধরে একটানা লকডাউন চলবে এই দফায়। সরকারের তরফে এবার স্পষ্ট জানানো হল, এরকম কোনও সিদ্ধান্ত হয়নি। এরকম কোনও বিবৃতিও জারি হয়নি। সবটাই ভুয়ো। খবরটি সামনে আসতেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু সম্প্রতি ফ্যাক্ট চেক জানায়, এই লকডাউনের গোটা বিষয়টাই গুজব। দুর্যোগ মোকাবিলা দফতর এমন কোনও নির্দেশিকাই দেয়নি। কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবেই মানুষকে সমস্যায় ফেলতে এই ভুয়ো তথ্য ছড়িয়েছে। এমনকি জাল করা হয়েছে সরকারি দফতরের প্যাড এবং ভারত সরকারের স্ট্যাম্পও। এত ফেক নিউজ নিয়ন্ত্রণের জন্য ফ্যাক্ট চেক প্ল্যাটফর্মও তৈরি করেছে সরকার। যাতে আসল সত্যটা যাচাই করে নেওয়া যায়। কিন্তু তাতেও পুরোপুরি থামেনি গুজব।
