0
0
Read Time:1 Minute, 27 Second
অনলাইন ফ্যান্টাসি লিগ অ্যাপগুলির প্রচার ও সমর্থনের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলিকে আইনি নোটিশ দিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় উভয়েই যুক্ত রয়েছেন অনলাইন ফ্যান্টাসি লিগের বিজ্ঞাপনী প্রচারের সঙ্গে।
এছাড়া অনলাইন গেমিং অ্যাপের প্রচারে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুল, বীরেন্দ্র সেহওয়াগদেরও। একই ইস্যুতে নোটিশ পাঠানো হয়েছে অভিনেতা প্রকাশ রাজ, তামান্না ভাটিয়া, রানা ও সুদীপ খানকে। নোটিস পাঠানো হয়েছে সংশ্লিষ্ট অ্যাপগুলিকেও। ১৯ নভেম্বরের মধ্যে আদালতে জবাব দিতে হবে সৌরভদের। প্রসঙ্গত অনলাইন গেমে টাকা খুইয়ে কয়েকজন তরুণ আত্মহত্যা করেন। তারপরই আইনজীবী মহম্মদ রিজবির মামলা দায়ের করেন। তাঁর দায়ের করা মামলার প্রেক্ষিতেই নোটিশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট তারকাদের।