ফের রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের উপর ‘স্টিং অপারেশনে’র চেষ্টা করা হল । গ্রেফতার ৩। অফিসে গিয়ে বিনা অনুমতিতে ভিডিওগ্রাফি করার অভিযোগে গ্রেফতার করা হল অঙ্কন দত্ত, সঞ্জয় চক্রবর্তী, মৃণাল মুখোপাধ্যায় নামে তিন জনকে। দেখা করে তৃণমূলে যোগ দেওয়ার বাহানায় তাঁর উপর ‘স্টিং অপারেশনের চেষ্টা করা হয়েছ বলেই অভিযোগ জানিয়েছেন মদনবাবু । তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করায় বালিগঞ্জ থানার পুলিশ সেই তিন জনকে গ্রেফতার করেছে । জানা গেছে প্রত্যেকেই বেলঘরিয়ার বাসিন্দা । এদের একজন প্রেসিডেন্সি কলেজের ছাত্র । জানতে পেরে শুক্রবার রাতেই ধৃতদের পরিবারের সদস্যরা মদন মিত্রের সঙ্গে দেখা করেন । তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন । বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের মোবাইল । প্রত্যেকেই বিজেপি কর্মী বলে জানা গিয়েছে । প্রাক্তন মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিস ।
