নিজস্ব সংবাদদাতা বাঁকুড়াঃ
বেলিয়াতোড়ের ফরেস্ট রেঞ্জে সারাবছর দাপিয়ে বেড়ায় দাতালরা ,যার জেরে স্থানীয় কৃষক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের জীবনযাপন খুব সংকটে ।আজ সেই ঘটনার পুনরাবৃত্তি আরেকবার হল বেলিয়াতোড় থানার অন্তর্গত বরকুড়া গ্রামে।স্থানীয় সূত্রে খবর বেলিয়াতোড় থানার এক সিভিক ভলেন্টিয়ার,বরকুড়া থেকে ডিউটি সেরে বৃন্দাবনপুর গ্রামে ফিরছিল। আচমকা সিভিক ভলেন্টিয়ারের উপর ঝাপিয়ে পড়ে একটি দাঁতাল। প্রথমে তাঁকে মাটিতে ফেলে তার ব্যাগে যে সমস্ত জিনিস ছিল সেগুলিকে নষ্ট করে দেয়। তারপর দাঁতালটি তাঁকে শুড়ে করে তুলে মাটিতে আঘাত করে।

স্থানীয় বেলিয়াতোড় থানার পুলিশ দাঁতালের হামলায় আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, পরে অবস্থার অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।বুনো দাঁতালের এহেন কার্যকলাপে,পুরো এলাকাবাসী আতঙ্কিত। তারা রীতিমতো বনদপ্তর এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই বুনো দাঁতালের দলকে, সঠিকভাবে পরিচালনা করতে বনদপ্তর যথাযথ ব্যাবস্থা গ্রহন করছে না। এরম চলতে থাকলে ঐ এলাকায় বাস করা দুর্বিসহ হয়ে উঠতে পারে।