তুমুল হট্টগোলের মধ্যে রাজ্যসভায় পাশ হয়ে গেল জোড়া কৃষিবিল। কার্যত ধোপে টিকল না বিরোধীদের প্রবল প্রতিবাদ। লোকসভার পর রাজ্যসভায়ও এবার ধ্বনি ভোটে পাশ হয়ে গেল কৃষিসংস্কার সংক্রান্ত দুটি বিল, অর্থাৎ কৃষিপণ্য লেনদেন ও বানিজ্য উন্নয়ন এবং দাম নির্ধারণে কৃষক সুরক্ষা ক্ষমতায়ন চুক্তি সংক্রান্ত বিল। রবিবার রাজ্যসভায় বিলগুলি পেশ করেন কৃষিমন্ত্রী। সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করে কংগ্রেস, তৃণমূল, আরজেডি, ডিএমকে, বামেরা এবং অকালি দল এমনকি বিভিন্ন ইস্যুতে বিজেপির সঙ্গ দেওয়া বিজেডি এবং টিআরএসও-এর বিরোধিতা করে বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেয়। ভোটাভুটির সময় বিরোধীরা সরকার বিরোধী স্লোগানও দেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষপর্যন্ত দুটি বিলই পাশ হয়ে যায়। বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “চোখে জল আনা মুহুর্ত। দেশের কৃষক সমাজের জন্য ঐতিহাসিক দিন। পরিশ্রমী কৃষকদের সকলকে শুভেচ্ছা”। যদিও বিরোধীদের অভিযোগ, এই বিল ক্ষুদ্রচাষীর স্বার্থ উপেক্ষিত।
লোকসভায় পাশ জোড়া কৃষিবিল । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 43 Second