দিল্লির আকাশে উড়ান নিয়ন্ত্রণ, অবতরণ সহ টেক-অফে নির্দেশিকা। এম ভারত নিউজ

admin

৯টা পর্যন্ত উড়ান টেক অফে এই নির্দেশিকা বলবৎ থাকবে

0 0
Read Time:2 Minute, 32 Second

আর কিছুদিন পরেই গোটা দেশজুড়ে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হবে। তার একসপ্তাহ আগেই কড়া নিরাপত্তায় দিল্লি। বেঁধে দেওয়া হয়েছে উড়ানের গতিবিধি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) নয়া দিল্লিতে আকাশ পথে এক গুচ্ছ নির্দেশিকা আরোপ করেছে।

নির্দেশিকা অনুযায়ী, ১৯ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১১ দিনের জন্য এই নিয়ম জারি থাকবে। তবে এই নির্দেশিকা নির্ধারিত উড়ানকে প্রভাবিত করবে না। তবে ১৯ থেকে ২৫ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত অনির্ধারিত বিমান, চার্টার্ড বিমানগুলিকে অবতরণ ও টেক-অফের অনুমতি দেওয়া হবে না। সেইসঙ্গে এয়ারপোর্ট অথরিটির জারি করা ‘নোটাম’ অনুসারে ২৬ থেকে ২৯ জানুয়ারি ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উড়ান টেক অফে এই নির্দেশিকা বলবৎ থাকবে। তবে বায়ুসেনা, বিএসএফ, সেনা কপ্টার, কোনও রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের উপর নোটামের এই নির্দেশিকা বলবৎ হবে না।

পাশাপাশি দিল্লি পুলিশের তরফ থেকে ট্রাফিক ব্যবস্থার উপর একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, রাজধানীর কর্তব্য পথ-রফি মার্গ ক্রসিং, কর্তব্য পথ-জনপথ ক্রসিং, কর্তব্য পথ-মানসিংহ রোড ক্রসিং, কর্তব্য পথ-সি ষড়ভুজ-এ বুধ, বৃহস্পতি, শনিবার এবং রবিবার সকাল ১০.১৫ থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ’ছাড়াও ইন্ডিয়া গেট এবং বিজয় চকের মধ্যে কর্তব্য পথে বিস্তীর্ণ অংশটিতে কুচকাওয়াজের মহড়া চলাকালীন যান চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দলবিরোধী কাজ, ১৫০ নেতাকে শো-কজ কংগ্রেসের। এম ভারত নিউজ

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে কোনও ধরণের ঝুঁকি নিতে চাইছে না কংগ্রেস

Subscribe US Now

error: Content Protected