প্রথমবারের মতো জাতীয় সংগীত বাজল নাগাল্যান্ড বিধানসভায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 37 Second

নাগাল্যান্ড আইনসভার সপ্তম দফার অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় সংগীত বাজানো হলো। এই অধিবেশন শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে । ভারতীয় জনতা পার্টির পরিষদ মন্ত্রী এবং সভাপতি তেমজেন ইমনা ওলংগ জানিয়েছেন , রাজ্যপাল আর এন রবির উদ্বোধনী ভাষণ এর আগে প্রথমবারের মতো জাতীয় সংগীত বাজিয়ে নাগাল্যান্ড রাজ্য বিধানসভার ইতিহাস নির্মাণ করা হয়েছে।

বিধানসভার কমিশনার তার বক্তব্যের মাধ্যমে বলেন কোনো একটি অজানা কারণেই এত বছর জাতীয় সংগীত পরিবেশন হয়নি। পাশাপাশি তিনি আরও বলেন এই প্রথমবার জাতীয় সংগীত পরিবেশন হওয়ায় তা সকল সদস্য দ্বারা সমানভাবে সমাদৃত হয়েছিল।

শুধু তাই নয় বিধানসভায় উপস্থিত থাকা প্রাক্তন ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়েরা এবং সাংসদেরা এই বিষয়ে মন্তব্য করে বলেছেন তাদের সময়ে জাতীয় সংগীত বাজানো কোন স্বাভাবিক ঘটনা ছিল না। তবে আগামী দিনে রাজ্যপালের ভাষণের আগে যদি ভাষণের অংশ হিসেবেই জাতীয় সংগীত বাজানো হয় তবে সেটি কোন ভুল নয় এমনটাই মনে করছেন বিশিষ্ট মহল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পরমাণু সমঝোতায় আসতে পারে আমেরিকা, ইঙ্গিত বাইডেনের । এম ভারত নিউজ

২০১৫ সালে বিশ্বের বেশ কয়েকটি দেশ ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় বসার জন্য তৈরি ছিল ,এমনকি এই কর্মসূচিতে নিজেদেরকে আবদ্ধ করার জন্য স্বাক্ষরও করেছিল। তবে এই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে এসেছিলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। যদিও ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরী অর্থাৎ আমেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেন এই সমঝোতায় এগোনোর জন্য ইঙ্গিত […]

Subscribe US Now

error: Content Protected