দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বদল প্রসঙ্গে মুখ খুললেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পন্ডা। উল্লেখ্য, এতদিন দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারী। মঙ্গলবার তাঁকে সরিয়ে চেয়ারম্যান করা হয় অখিল গিরিকে।

এদিন সে প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক বলেন, অবিভক্ত মেদিনীপুরের বটবৃক্ষের মতো কাজ ছিল শিশির অধিকারীর, তার ছত্রছায়ায় বহু নেতৃত্ব তৈরি হয়েছেন, পাশাপাশি এলাকার উন্নয়ন করার লক্ষ্যে বহু কাজ করেছেন তিনি। যদিও এদিন শিশিরকে সরানোর কারণ হিসেবে দলের কাজ না করাকেই দায়ী করেছে তৃণমূল।
পাশাপাশি এদিন কণিষ্ক আরও বলেন, আর কয়েকটা মাস তারপর তৃণমূলের আর কোনো অস্তিত্বই থাকবে না। কম্বলের সুতো বাছতে বাছতে ধীরে ধীরে কম্বলটাই ফাঁকা হয়ে যাবে। এদিন শিশিরবাবুকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করে বলেন, বটবৃক্ষের আঘাত করায় তাঁর ছত্রছায়ায় যেসব মানুষ রয়েছেন তাঁদের হৃদয়ে আঘাত লাগল। আগামীদিনে মানুষই তার যোগ্য জবাব দেবে।