পয়লা বৈশাখের দিনে, বছরের শুরুতেই দাম কমেছিল পেট্রোপন্যের , তবে মধ্যবিত্তের চিন্তার রেষ কিছুটা কাটতে না কাটতেই জ্বালানির দাম অব্যাহত। শনিবারের পেট্রোপন্যের দাম শুক্রবারের মতোই অপরিবর্তিত রয়েছে। এদিকে শনিবার তেলের দাম দিল্লিতে ৯০.৪০ টাকা ৷ ডিজেল ৮০.৭৩ টাকা ৷ মধ্যবিত্ত সংসারের লকডাউনের আবহে পেট্রোপণ্যের এই দাম অব্যাহত থাকার কারণে যথেষ্ট চিন্তায় পড়েছেন দিল্লিবাসীও । ওদিকে আজ শনিবার মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬.৮৩ টাকা, ডিজেলের দাম ৮৭.৮১ টাকা ৷ পাশাপাশি সেই বাজারদরকে মান্যতা দিয়েই মধ্যবিত্তের কপালে ভাঁজ অব্যাহত রেখে কলকাতায় পেট্রোলের দাম ৯০.৬২ টাকা, ডিজেলের দাম ৮৩.৬১ টাকা ৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯২.৪৩ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৫.৭৫ টাকা।
গতকালকের বাজারদর অনুসারে , শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম ছিল ৯০.৪০ টাকা ৷ ডিজেলের দাম ছিল ৮০.৭৩ টাকা ৷ প্রত্যেকটি মেট্রোপলিটন শহরের মতো মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬.৮৩ টাকা, ডিজেলের দাম ৮৭.৮১ টাকা ৷ গতকালকের বাজারদর অনুসারে বাংলায় পেট্রোলের দাম , ছিল মধ্যবিত্তের চিন্তার কারণ ।কলকাতায়ও পেট্রোলের দাম ছিল অব্যাহত, যথাক্রমে পেট্রোলের দাম ৯০.৬২ টাকা, ডিজেলের দাম ৮৩.৬১ টাকা ৷ সাধারণত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম ৷ বিশেষত এই তেল গুলি বৈদেশিক দেশের তৈলখনি থেকে সংগৃহীত করা হয়ে থাকে । সেক্ষেত্রে পেট্রোপণ্যের দাম পরিবর্তিত হতে থাকে। সমস্ত পেট্রোপণ্যের উপর প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি করে থাকে তেল সংস্থাগুলি ।