মুম্বই পর্ণকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ধনী ব্যবসায়ী তথা জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা। নিজের সন্তানদের কথা ভেবে অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন স্বয়ং শিল্পা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি স্বামীর বিরুদ্ধে ভিত্তিহীন কোনো খবর রটানোর অনুরোধ জানালেন অভিনেত্রী।গত ১৯শে জুলাই পর্ণছবি বানানো এবং পর্ণ অ্যাপ বানানোর অভিযোগে বিখ্যাত ব্যবসায়ী রাজ কুন্দ্রাক গ্রেপতার করে মুম্বই পুলিশ। এরপর পর্ণ কান্ডে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জিজ্ঞাসাবাদ করেছে শিল্পাকেও। রেড করা হয়েছে তাঁদের বাংলো। রাজের অফিস ভিয়ান ইন্ডাস্ট্রি ও যে এল স্ট্রিমের অফিসে তল্লাশি করেও একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তবে এই ভিয়ান ইন্ডাস্ট্রির সাথে সমস্ত সম্পর্ক অস্বীকার করেছেন অভিনেত্রী।

তবে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই বেশ ভেঙে পড়েছেন শিল্পা। স্বামীকে নিয়ে ব্যাপক ট্রোলিং এর ধাক্কায় জেরবার শিল্পা অবশেষে সন্তানদের কথা ভেবে বাধ্য হলেন নীরবতা ভঙ্গ করতে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, “গত কয়েকটা দিন সমস্ত দিক দিয়েই কঠিন সময়ের মধ্যে কাটাচ্ছি। শুধু আমি নই, আমার পরিবার নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। টড়োলিং হয়েছে। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও মুখ খুলিনি এবং আমি আমার এই অবস্থানই বজায় রাখব। আইন আইনের পথে চলছে এই মামলা এখনও প্রমাণসাপেক্ষ। একজন তারকা হিসেবে আমি একটি ভাবধারায় বিশ্বাসী, সেটা হল, কখনও অভিযোগ কোরো না, কখনও কিছু বুঝিয়ে বলতে যেও না। আইনের ওপর আস্থা রয়েছে।” তাঁর কথায়, ‘ একজন মানুষ হিসেবে ও মা হিসেবে আমার আবেদন, দয়া করে অর্ধেক সত্যি জেনে কনো খবর রটাবেন না। আমার আর আমার পরিবারের ব্যক্তিগত পরিসরকে দয়া করে সম্মান করুন।’