জম্মু ও কাশ্মীরে প্রায় ১০০টি’রও বেশি ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছিল পিএম কেয়ার তহবিল থেকে। কিন্তু দেখা গেল, ত্রুটিপূর্ণ সেই ১০০টি ভেন্টিলেটরই । চিকিৎসা পরিষেবার জন্য একটাও উপযুক্ত নয়। জানা গিয়েছে যে, এই ভেন্টিলেটরগুলি সরবরাহ করা হয়েছিল শ্রীনগরের সরকারি মেডিক্যাল কলেজে । ৩টি ভিন্ন ভিন্ন কোম্পানি মিলে এই ১০০টি ভেন্টিলেটর তৈরি করে।
ডাক্তারদের তরফে বলা হয়েছে যে, ১০০টি ভেন্টিলেটর চিকিৎসার কাজে লাগানো হলেও প্রত্যেকটি ভেন্টিলেটরের ট্রায়াল রান করানো সম্ভব নয়। প্রতি কোম্পানি পরীক্ষামূলক ভাবে তাদের তৈরি করা অসংখ্য মেশিনের মধ্যে থেকে কয়েকটিকে বেছে নিয়ে ব্যবহার করে। তদন্ত শুরু হতে আরও একটি বিষয় প্রকাশ্যে এসেছে, কাশ্মীরের মেডিক্যাল কলেজে পিএম কেয়ারের তরফে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় থেকে সরবরাহ করা হয় ওই ভেন্টিলেটরগুলি । কিন্তু তখন থেকে ত্রুটি ধরা পড়ার কারণে জরুরি কাজে ব্যবহার করা যায়নি ভেন্টিলেটরগুলিকে ।
হাসপাতালের অ্যানেস্থেসিওলজি এবং ক্রিটিকাল কেয়ার ইউনিট ইতিমধ্যেই তালিকাভুক্ত করেছে ভেন্টিলেটরের সমস্যার বিষয়টি । দেখা গিয়েছে যে, ত্রুটিপূর্ণ ভেন্টিলেটরের মধ্যে ৩৭টি ভেন্টিলেটরের কম্প্রেসারে সমস্যা আছে। সেই মেশিন গুলি বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করেই। সব মিলিয়ে জটিলতা বাড়ছে। তবে, এই বিষয়ে অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে, এই ত্রুটিপূর্ণ ভেন্টিলেটরগুলি কেন সরবরাহ করা হয়েছিল তা তদন্ত করে দেখা হবে।