0
0
Read Time:1 Minute, 19 Second
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে কনক দুর্গা মন্দিরে ধস। বুধবার দুপুরে ধস নামে মন্দিরে। মন্দিরের ধ্বংসস্তূপের নীচে অসংখ্য মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে দুই সাফাইকর্মী-সহ বেশকয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে খবর। চলছে উদ্ধারকাজ।বিজয়ওয়াড়ার ইন্দ্র কিলাদ্রি পাহাড় থেকে বিশাল বিশাল পাথর নেমে এসেছে নীচের দিকে। এদিন সেগুলির ধাক্কায় মন্দিরের একটি ছাউনি একেবারে ভেঙে যায়। সেইসময় মন্দিরে পুজো হওয়ায় ভিতরে ভক্তরাও ছিলেন। ধসের ফলে প্রায় ৫ জন ভক্ত আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও জেলাশাসক। যান মন্ত্রী কে শ্রীভেঙ্কটেশ্বরা রাও এবং স্থানীয় বিধায়ক ভি ভামসি। প্রসঙ্গত এদিনই ধসের কয়েকঘণ্টা আগে
মন্দিরে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।