৯১-তে থমকে গেল কিংবদন্তি রেডিও সঞ্চালক আমিন সায়ানির জীবন! এম ভারত নিউজ

admin

বাবার মৃত্যু সংবাদ জানিয়েছেন পুত্র রাজিল সায়ানি

0 0
Read Time:2 Minute, 15 Second

প্রয়াত কিংবদন্তি রেডিও সঞ্চালক আমিন সায়ানি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১। মঙ্গলবার বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও শেষরক্ষা হয়নি তাঁর। “নমস্কার ভাইয়োঁ অউর বহেনো, ম্যায় আপকা দোস্ত আমিন সায়ানি বোল রাহা হুঁ।” ৯১-এ থমকে গেল কিংবদন্তি রেডিও উপস্থাপক আমিন সায়ানির কণ্ঠ।

টেলিভিশন, মুঠোফোনহীন যুগে বিনোদনের অন্যতম রসদ ছিল আমিনের কণ্ঠ। বাবার মৃত্যু সংবাদ জানিয়েছেন পুত্র রাজিল সায়ানি। এদিন বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ে তাঁর দাফনকাজ সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে খবর।

১৯৩২ সালের ২১ নভেম্বর মুম্বইয়ে জন্ম হয় আমিন সায়ানির। ১৯৫২ সাল থেকে ‘গীতমালা’ সম্প্রচার শুরু করে রেডিয়োতে। তখন থেকেই আমিনের কণ্ঠের সঙ্গে পরিচয় শ্রোতাদের। আমিন সায়ানির জীবনে প্রযোজনা/তুলনা/ভয়েস-ওভারের সংখ্যা ৫৪ হাজারেরও বেশি। বিশেষ রেকর্ড তৈরি করেছিলেন তিনি। ১৯ হাজারেরও বেশি জিঙ্গলসে ভয়েসওভার দিয়েছিলেন। আর এই কারণে লিমকা বুক অফ রেকর্ডসে নাম উঠেছিল তাঁর। ‘ভূত বাংলো’, ‘তিন দেবিয়ান’ এবং ‘কাতল’-এর মতো ছবিতেও ঘোষকের ভূমিকা পালন করেছিলেন। রেডিও জগতের কিংবদন্তি আমিন সায়ানির কণ্ঠ থেমে গেল চিরতরে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কংগ্রেসের সঙ্গে জোট সমাজবাদী পার্টির, ভরসা দিলেন অখিলেশ। এম ভারত নিউজ

খুব তাড়াতাড়ি আসন রফা নিয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে বলে......

Subscribe US Now

error: Content Protected