ব্রিটেনে নতুন করোনা ভাইরাসের দাপাদাপি শুরু হলেও ভারতে এখন প্রবেশ করতে পারেনি বলেই জানিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার এক মহিলার দেহে সেই নতুন করোনা ভাইরাস হানা দিয়েছে বলে খবর।
জানা গিয়েছে, মঙ্গলবার ওই মহিলা লন্ডন থেকে বিমানে দিল্লি পৌঁছন। সেখানেই তাঁর করোনা পরীক্ষা করা হলে জানা যায় তিনি করোনা আক্রান্ত। তবে জানতে পারার আগেই বিমানবন্দর ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। মহিলার খোঁজে নেমে জানা যায় পূর্ব গোদাবরীর রাজামুন্দ্রির বাসিন্দা ওই মহিলা নয়াদিল্লি থেকে বিশাখাপত্তনমগামী ট্রেনে উঠে পড়েন। এমনকি, পুলিশ খোঁজ করছে জানতে পেরে নিজের মোবাইলও বন্ধ করে দেন ওই মহিলা। মহিলার এমন আচরণে উদ্বিগ্ন অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতর।
তবে ওই মহিলা সত্যিই নতুন করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত না হলেও যেহেতু করোনায় আক্রান্ত তিনি, তাই আপাতত ওই মহিলার বাড়ির এলাকায় করোনা পরীক্ষা করা হবে। পাশাপাশি যে প্রথম শ্রেণির কামরায় তিনি বাড়ি ফিরেছেন, সেটিকেও চিহ্নিত করে খোঁজ করা হবে তাঁর সহযাত্রীদের। পাশাপাশি ওই মহিলাকে স্থানীয় সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে বলেও জানিয়েছেন পূর্ব গোদাবরী জেলার স্বাস্থ্য আধিকারিক ড. রমেশ কুমার।