রাজ্যসভায় অচলাবস্থার মধ্যেই মঙ্গলবার পাশ হয়ে গেল আরও একটি গুরুত্বপূর্ণ কৃষি বিল। যার নাম অত্যাবশ্যকীয় পণ্য বিল। বিল অনুসারে এবার থেকে চাল, ডাল, আলু, পিঁয়াজ-সহ বেশ কয়েকটি দৈনন্দিন খাদ্যসামগ্রী আর অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে গণ্য হবে না। গত ১৫ সেপ্টেম্বর লোকসভায় বিলটি পাস করিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার রাজ্যসভাতেও কার্যত বিনা বাধায় বিলটি পাস হয়ে গেল। বিরোধীদের অভিযোগ, এবার থেকে দৈনন্দিন খাদ্যসামগ্রী ইচ্ছেমতো মজুত করতে পারবেন ব্যবসায়ীরা। পরে সেই পণ্য নিজেদের মত করে দামে তাঁরা বিক্রি করতে পারবেন। রাজ্য সরকারই এব্যাপারে তখন কিছুই করতে পারবে না। যার ফলে কৃষকদের পাশাপাশি সমস্যা পড়বেন সাধারণ মানুষ। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, নয়া আইনের জেরে দেশি-বিদেশি বড় সংস্থার বিনিয়োগ আসবে কৃষি ক্ষেত্রে। অতএব রাজ্যসভায় পাশের পর রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায় নয়া বিল। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।
