একুশের বিধানসভা নির্বাচনে বাংলার শাসক দলের ক্যাচলাইন ‘বাংলা নিজের মেয়েকেই চায় ’| এই স্লোগানকে সামনে রেখেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ভোট যুদ্ধে লড়ছেন| সেই স্লোগানে সাড়া দিতেই মুম্বাই থেকে বাংলায় তৃণমূলের প্রচারে আসছেন জয়া বচ্চন| বাংলার মেয়ে জয়া বচ্চন রবিবার সন্ধ্যেতেই নামছেন দমদম বিমান বন্দরে, সোমবার একাধিক কর্মসূচি| সোমবার সাড়ে তিনটে নাগাদ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বসবেন তিনি, তারপর বিকেল ৫ টায় তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করবেন| সমাজবাদী পার্টির সঙ্গে জয়া বচ্চনের যোগাযোগ দীৰ্ঘ দিনের, গত চার বার রাজ্য সভার সাংসদ ও ছিলেন তিনি|

সূত্রের খবর অনুযায়ী, তৃণমূলের তরফ থেকেই অমিতাভপত্নী কে বাংলায় আমন্ত্রণ জানানো হয়েছে, তা রক্ষার্থেই বাংলায় তৃণমূলের প্রচারে আসবেন| ৫ তারিখ থেকে ৮ তারিখ কলকাতা তেই থাকবেন এবং টলিপাড়ায় রোড শো করবেন তৃণমূলের সমর্থনে| পাকাপাকি ভাবে মুম্বাইয়ের বাসিন্দা হলেও কলকাতার সঙ্গে জয়ার যোগসূত্র অনেকদিনের, মূলত কলকাতার ই বাসিন্দা তিনি| কলকাতা চলচ্চিত্রের উৎসবে মমতা বন্দোপাধ্যায়ের ডাকেই অমিতাভ এবং জয়া এসেছিলেন| তারকা প্রার্থীর প্রচারে কি তৃণমূলের ভাগ্য ফিরবে? তৃতীয় বারের জন্য কি পারবে বঙ্গে সরকার গঠন করতে সেটাই দেখার|