গরু পাচার মামলায় বারবার নাম উঠে এসেছে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের। এই মামলায় সিবিআই তাকে দশবার এখনো পর্যন্ত ডেকে পাঠালেও তিনি এক বার হাজিরা দিয়েছেন নিজাম প্যালেসে। সম্প্রীতি সিবিআই তাকে সোমবার ও বুধবার ডেকে পাঠালেও তিনি হাজিরা এড়িয়ে যান অসুস্থতার কারণ দেখিয়ে। এরপরই অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ ওঠে। অন্যদিকে বুধবার অনুব্রত মণ্ডল সিবিআই-এর হাজিরা এড়ালে সিবিআই বুধবার রাতেই বোলপুর রওনা দেয়। সিবিআই রাতে বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে ছিল। তারপরই সকালে পৌনে দশটা নাগাদ হানা দেয় অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে। সবার প্রথমে অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ির চারিদিক ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ান। সিবিআই-এর দুই আধিকারিক অনুব্রত মণ্ডলের ঘরের দোতলায় গিয়ে অনুব্রত মণ্ডলকে প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এবং অনুব্রত মন্ডলের ঘর থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেন। অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন না, এমন অভিযোগেই গ্রেফতার করা হয় তাঁকে। এরপর আজ দুপুরে অনুব্রত মণ্ডলকে আসানসোলের আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হয়।
গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 48 Second