১২ দিনের জেল হেফাজতে অনুব্রত কন্যা।

admin

সুকন্যার ইডি হেফাতদের মেয়াদ শেষে আদালতে পেশ করা হলে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

0 0
Read Time:2 Minute, 40 Second

গরুপাচারকাণ্ডে ইডির হাতে গ্রেফতার সুকন্যা মণ্ডলকে জেল হেফাজতে পাঠাল দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত। রবিবার সুকন্যার ইডি হেফাতদের মেয়াদ শেষে আদালতে পেশ করা হলে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সূত্রের খবর, এর ফলে তিহাড় মহিলা সংশোধনাগারে রাখা হবে সুকন্যাকে।

ইডির দাবি, গরুপাচারকাণ্ডে অন্তত ১ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। কোটি কোটি টাকা জমা পড়েছে সুকন্যার অ্যাকাউন্টে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই তাঁকে জেল হেফাজতে পাঠানো হোক।

এদিন সুকন্যার আইনজীবী আবেদন করেন, জেলে সুকন্যা কিছু বই নিয়ে যেতে চান। সঙ্গে তিনি জানান, বাবা ও বান্ধবীর সঙ্গে ১০ মিনিট ফোনে কথা বলতে চান সুকন্যা। তবে বিচারক জানান, এব্যাপারে সিদ্ধান্ত নেবে জেল কর্তৃপক্ষ। ইডির তরফে জানানো হয়েছে তিহাড় জেল কর্তৃপক্ষ যদি অনুমতি দেন তাহলে তাদের এই বিষয়ে কোনও আপত্তি নেই। ইডি সূত্রে খবর, তিহাড়ে মহিলাদের ৬ নম্বর সেলে থাকবেন তিনি। সাত নম্বর সেলে রয়েছেন বাবা অনুব্রত মণ্ডল।

গত ২৬ এপ্রিল সন্ধ্যায় দিল্লিতে গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে গ্রেফতার করে ইডি। সূত্রের খবর, জেরায় সুকন্যা বলেন, লেনদেনের ব্যাপারে তাঁর কিছুই জানা নেই। জানেন শুধু তাঁর বাবা অনুব্রত মণ্ডল ও হিসাবরক্ষক মণীষ কোঠারি। এমনকী জেরার সময় সুকন্যা কান্নায় ভেঙে পড়েন বলেও খবর ইডি সূত্রে। গতকাল সুকন্যা বারংবার বলেছিলেন তাঁকে ফাঁসানো হচ্ছে। গরুপাচারকাণ্ডে তাঁর নামে কোম্পানি ও সম্পত্তি রাখা হয়েছে। সেই বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি কিছুই করেননি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'২০২৬-এ বিধানসভায় ২৪০টি আসন পাবে তৃণমূল!

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২৪০টি আসন পাবে তৃণমূল, উত্তর দিনাজপুরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

Subscribe US Now

error: Content Protected