রাজ্যে ঢালাও সরকারি মদের দোকান খোলার ভাবনা নবান্নের । এম ভারত নিউজ

admin

অন্যান্য দোকানের মত এইসব মদের দোকানেও দেশি মদের পাশাপাশি ভারতে তৈরি বিদেশী মদ মিলবে।

0 1
Read Time:2 Minute, 37 Second

টানা দু’বছর লক ডাউনের জেরে সরকারি কোশাগার অনেকটাই খালি হয়ে গিয়েছে। উপরন্তু মাদক থেকে উঠে আসা বেশির ভাগ রাজস্বাভাবে সরকারি কোশাগারে বেশ ভালোই ঘাটতি পড়েছিল। এখন আর্থিক সঙ্কটকালীন পরিস্থিতিতে আয় আরও বেশি বাড়াতে পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কোম্পানির ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে জেলায় জেলায় মদের দোকান খোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এ ব্যাপারে টেন্ডার ডাকাও শুরু হয়ে গিয়েছে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে বেভকো রিটেল শপ। উত্তর বঙ্গের জেলাগুলিকে প্রথম বাছা হয়েছে এই প্রকল্পের জন্য। সেখানে চলছে মার্কেট রিসার্চ। কারন এই সব জায়গায় মদের দোকান তুলনামূলকভাবে অনেকই কম এবং দু’টি মদের দোকানের মধ্যে দূরত্বও অনেকটা বেশি। তাই সামনা-সামনি সরকারি মদের দোকান থাকলে মানুষ মদের অভাবে বিষ মদ খাওয়া বন্ধ করবে এবং সরকারি দোকান থেকে ভাল মদ কিনবে বলেই ভাবনা।

তবে কোনও কর্পোরেশন এলাকায় একটি মদের দোকান থাকলে তার এক কিলোমিটারের মধ্যে সরকারি মদের দোকানের ফ্র্যাঞ্চাইজি নেওয়া যাবে না। একজন ব্যক্তি একসঙ্গে তিনটির বেশি ফ্র্যাঞ্চাইজি কিনতে পারবে না। পঞ্চায়েত এলাকায় ফ্র্যাঞ্চাইজি কিনতে এক লক্ষ টাকা, পৌরসভা এলাকায় দেড় লক্ষ এবং কর্পোরেশন এলাকায় ৪ লক্ষ টাকা এককালীন হিসেবে দিতে হবে। ইতিমধ্যে আলিপুরদুয়ারের ৩১ টি জায়গায় ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে এইসব মদের দোকানের মাধ্যমে যেমন আয় বৃদ্ধি হবে পাশাপাশি বিষ মদেরও নিয়ন্ত্রণ করা যাবে। অন্যান্য দোকানের মত এইসব মদের দোকানেও দেশি মদের পাশাপাশি ভারতে তৈরি বিদেশী মদ মিলবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

SRK-র নতুন ছবি নিয়ে বিতর্ক, জালিয়াতির অভিযোগ প্রযোজকের । এম ভারত নিউজ

তামিল প্রযোজক মানিকম নারায়ণি ‘জওয়ান’ ছবিটি নিয়ে জালিয়াতির অভিযোগ করেছেন।

You May Like

Subscribe US Now

error: Content Protected