0
0
Read Time:1 Minute, 0 Second
পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা শাসক হলেন বিভু গোয়েল। আগে তিনি নদিয়ার জেলাশাসক ছিলেন। বর্তমানে নদিয়ার জেলাশাসক হলেন পার্থ ঘোষ। আগে পার্থ ঘোষ পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ছিলেন। বুধবার সকালে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরে নতুন জেলাশাসক বিভু গোয়েল এসে দায়িত্ব বুঝে নেন আগের জেলাশাসক পার্থ ঘোষের কাছ থেকে। এদিন জেলার বিভিন্ন দফতরের আধিকারিক এবং কর্মচারীরা পার্থ ঘোষকে বিদায় সম্বর্ধনা জানান। পাশাপাশি নতুন জেলাশাসক বিভু গোয়েলকে স্বাগত জানান জেলাশাসক দফতরের আধিকারিকরা এবং কর্মচারীরা।