নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আজ ৬ ই জুন পশ্চিমবঙ্গে তৃতীয় দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের এই দফায় যেসকল জেলায় ভোটগ্রহণ কার্য সম্পাদিত হচ্ছে, তার মধ্যে হাওড়া একটি অন্যতম জেলা।
আজ দুপুর ৩ টা পর্যন্ত হাওড়ায় যে সকল স্থানে ভোট হচ্ছে, সেখানে সব মিলিয়ে এখনো পর্যন্ত ৬৫.১৩% ভোট পড়েছে। এখনও পর্যন্ত এই ভোটদানের হার সবচেয়ে বেশি হাওড়ার উদয়নারায়নপুর আসনটিতে। বেলা ৩ টা পর্যন্ত এই আসনটিতে ভোট পড়েছে ৭১.৬৯%। আর অন্যদিকে এই ভোট পড়ার হার সবচেয়ে কম উলুবেড়িয়া দক্ষিণ আসনটিতে। উলুবেড়িয়া দক্ষিণ-এ বেলা ৩ টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৫২%। এছাড়াও দুপুর তিনটে পর্যন্ত হাওড়া জেলার অন্যান্য আসনগুলি যেমন আমতায় ৬৮.০৯%, জগৎবল্লভপুরে ৬৭.১০%, শ্যামপুরে ৭০%, উলুবেড়িয়া উত্তরে ৬২.৩৫% ও বাগনানে ৭০.৬৯% ভোট পড়েছে।
দিনের এখনো বেশ কিছুক্ষণ সময় বাকি আছে ভোট গ্রহণের জন্য। সেই নিরিখে বলা যায় যে এখনো পর্যন্ত ভোটের হার হাওড়া জেলায় বেশ ভালো। এখন দিনের শেষে হাওড়া জেলায় এই দফায় ভোটের হার কত শতাংশে গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার।