কর্ণাটকে হিজাব-বিতর্ক, কি বলছে বিজেপি? এম ভারত নিউজ

admin

স্বাভাবিকভাবেই রাজস্থানের ভাজপা সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে

0 0
Read Time:5 Minute, 0 Second

মেয়েদের নিজেদের পোশাক বেছে নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। কেউ হিজাব পরে স্কুল-কলেজ বা অফিসে যাবেন কি যাবেন না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে তার নিজের। সরকার বা রাষ্ট্রশক্তি কখনও খাবার ও পোশাকের উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে না। ‘কর্ণাটকের বিগত বিজেপি সরকার যেভাবে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে হিজাব নিষিদ্ধ ঘোষণা করেছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চলেছি আমরা।’ জানিয়ে দিয়েছেন কংগ্রেস শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

সিদ্দারামাইয়া বলেছেন, প্রত্যেকেরই খাবার এবং পোশাক বেছে নেওয়ার অধিকার রয়েছে। বিজেপি সমাজকে বিভক্ত করার চক্রান্ত করছে। এখন হিজাবের ওপর কোন নিষেধাজ্ঞা থাকবে না। হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করবে রাজ্য সরকার। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী দিনে প্রতিবাদ-সংঘর্ষের ইঙ্গিত দিয়েছে বিরোধী বিজেপি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বি.এস. ইয়েদিউরপ্পা বলেছেন যে বিজেপি হিজাব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করবে না, তবে আসন্ন সংসদ নির্বাচনে লোকেরা কংগ্রেসকে পাঠ শেখাবে। বিজেপি বিধায়ক বসানগৌড়া পাটিল ইয়াতনাল এবং প্রাক্তন সাধারণ সম্পাদক সি.টি. রবি বলেছেন, হিন্দু ছাত্ররা এখন দাবি করেছে যে তারা গেরুয়া শাল এবং তিলক পরবে।

কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে কখনও সাধারণ মানুষের খাদ্যাভ্যাস পাল্টে দেওয়ার চেষ্টা হয়েছে বলপূর্বক অথবা রাষ্ট্রশক্তি ব্যবহার করে। আবার কখনও বা কে কোন পোশাক পরবে বা কোথায় কোন পোশাক পরে যেতে হবে বা কোন পোশাক পরে যাওয়া যাবে না তা বারে বারে রাষ্ট্রশক্তি ব্যবহার করে ফতোয়া জারি করেছে বিজেপি। কয়েকদিন আগেই কেমন রাজস্থানের বিধানসভা নির্বাচনে জয়ের পরে সেখানে সরকার গঠন করতে না করতেই রাজস্থানের নতুন বিজেপি মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন সেখানকার বাসিন্দাদের ধীরে ধীরে আমিষ খাবার পরিত্যাগ করতে হবে।

রীতিমতো বুলডোজার চালিয়ে রাস্তার পাশে থাকা যাবতীয় মাছ-মাংসের দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে রাজস্থানের ভাজপা সরকার। হুঁশিয়ারি দেওয়া হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যদি আবার মোদি সরকার জিতে ক্ষমতায় আসতে পারে তবে গোটা দেশে নিরামিষ খাওয়া বাধ্যতামূলক করতে হবে। স্বাভাবিকভাবেই রাজস্থানের ভাজপা সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। তার মধ্যেই স্রোতের উল্টো দিকে হেঁটে হিজাব নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত বিজেপি সরকার নিয়েছিল সেই সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন কংগ্রেস শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী।

এদিকে বিজেপির সিনিয়র মুখপাত্র করুণাকর কাসলে বলেছেন, ‘মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ক্ষমতা গ্রহণের পরে কর্ণাটকে তুষ্টির রাজনীতির আশ্রয় নিচ্ছেন। তিনি সম্প্রদায়গুলিকে বিভক্ত করছেন। রাজ্যে খরা চলছে। কোন মন্ত্রী এ নিয়ে কথা বলছেন না।’

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এসসি-এসটি আইন নিয়ে কড়া বার্তা! কি বলছে এলাহাবাদ হাইকোর্ট? এম ভারত নিউজ

অন্যান্য ছাত্রদের ফেল করার জন্য অভিভাবক অভিযুক্ত স্কুল মালিকের বিরুদ্ধে একটি মামলা বাতিল করার সময়

You May Like

Subscribe US Now

error: Content Protected