রাজ্যে ‘খুন’ বিজেপি নেতা, অভিযোগের তীর শাসক দলের দিকে । এম ভারত নিউজ

admin

রাজ্যে ফের এক বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। ফের ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। বিজেপির বুথ সাধারণ সম্পাদক ভাস্কর বেরাকে পিটিয়ে খুন করা হয়ছে বলেই অভিযোগ বিজেপির।

1 0
Read Time:2 Minute, 21 Second

রাজ্যে ফের এক বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। ফের ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। বিজেপির বুথ সাধারণ সম্পাদক ভাস্কর বেরাকে পিটিয়ে খুন করা হয়ছে বলেই অভিযোগ বিজেপির। এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে শাসক দলের দিকেই। যদিও এই অভিযোগ সম্পূর্ন অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি নেতার এই ‘খুনে’র সঙ্গে তৃণমূল কর্মীদের কোনও যোগ নেই বলেই দাবি দলীয় নেতৃত্বের।

ভাস্কর বেরা নামে ওই ব্যক্তি ভগবানপুর এলাকার বিজেপির বুথ সাধারণ সম্পাদক হিসেবেই পরিচিত ছিলেন। ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগর থানার বাসুদেববেড়িয়া এলাকার দক্ষিণ বড়বড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন ভাস্কর। অভিযোগ, ভাস্করকে শনিবার রাতে বাড়িতেই কালীপুজোর বিসর্জনের কথা বলে বাড়ি থেকে ডেকে পাশের বড়বড়িয়া গ্রামে যাওয়া হয় তাঁকে। তারপর সেদিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। খোঁজখবর শুরু করা হলে রবিবার ভোররাতে বাসুদেববেড়িয়ায় রাস্তার পাশে রক্তাক্ত,অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ভাস্করকে। ভাস্করকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এ প্রসঙ্গে বিজেপি কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তীর দাবি, “শাসক দল তৃণমূল বিজেপি কর্মীদের খুন করে নিজেদের জায়গা পরিষ্কার করতে চাইছে। কয়েকদিন আগেই বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল। বাংলায় আইন বলে কিছু নেই। আমাদের এর বিরুদ্ধ পথে নামতেই হবে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজনৈতিক মঞ্চে এবার অভিনেতা সোনু সুদের বোন মালবিকা । এম ভারত নিউজ

গত বছরে মহামারীর সময়ে গরিবদের মসিহা হয়ে উঠেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। গত কয়েক মাস ধরেই তাঁর রাজনীতিতে যোগদানের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু আজ তাঁর বোন, মালবিকা সুদ পা রাখলেন রাজনীতির ময়দানে।

Subscribe US Now

error: Content Protected