
‘কবির সিং’ খ্যাত মারাঠি অভিনেত্রী ভানিতা খারাত তাঁর ইন্সটাগ্রামে নিজের একটি নগ্ন ছবি পোস্ট করে আরো একবার তুলে ধরলেন বডি পসিতিভিটিকে। তাঁর এই সাহসিকতার দৃষ্টান্ত আবারও মনে করিয়ে দিল নিজের সমস্ত শারীরিক ত্রুটিকে সাদরে গ্রহন করে নিজেকে ভালবাসার কথা। ‘কবির সিং’ এ গৃহ পরিচারিকার ভূমিকায়ে তাঁর স্বল্প সময়ের অভিনয় মন কেড়েছে দর্শকদের। ঠিক তেমনই বডি পসিটিভিটির ওপর আলোকপাত করার তাঁর যে প্রচেষ্টাও সাড়া ফেলতে বাকি রাখেনি নেটিজেনদের মনে।

প্রসঙ্গত তাঁর এই ছবিটি একটি ক্যালেন্ডার ফটোশুটের ছবি। তার এই ছবিটির ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন, আমি আমার প্রতিভা, আমার আবেগ, আমার আত্মবিশ্বাসের জন্য গর্বিত, আমি আমার শরীর নিয়ে গর্বিত, কারণ আমি আমার।‘ পূর্বে দেখা গেছে কমেডিয়ান এমি শুমার, টেনিস তারকা ভেনাস উইলিয়াম সহ বেশ কয়েকজন তারকাকে এই বিষয়টিকে তুলে ধরতে।কিন্ত ভারতীয় তারকাদের মধ্যে এরকম দৃষ্টান্ত তুলনামূলকভাবে কম। অভিনেত্রী ভানিতার এই সাহস তাই যথেষ্ট প্রশিংসনীয়।